সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৬ বোতল ভারতীয় মদসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। শনিবার (১৫ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদর, ভোমরা, গাজীপুর, কলিয়ানী, কাকডাঙ্গা ও মাদরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে ভোমরা বিওপির আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি এলাকায় মেইন পিলার ৪/২ এস থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এসময় ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করা হয়।
এরপর গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ০৫ হতে ৩০০ গজ ভেতরে কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কলিয়ানী বিওপি মেইন পিলার ৯ হতে ১০০ গজ ভেতরে কলিয়ানী এলাকায় ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুইটি দল মেইন পিলার ১৩/৩ এস এর ৫ ও ৬ আরবি সংলগ্ন এলাকা থেকে গেরাখালি ও ভাদিয়ালী অঞ্চল হতে ৪ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।
অপরদিকে, মাদরা বিওপির আভিযানিক দল মেইন পিলার ১৩/৩ এস এর ৮ আরবি হতে ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার টাকা মূল্যের ০৬ বোতল ভারতীয় মদ জব্দ করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন সদর সংলগ্ন আমতলা মোড় এলাকায় অভিযানে আরও ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় ক্লোপজি ও গোমেলা ক্রীম আটক করা হয়।
বিজিবি জানায়, মোট ৭ লাখ ৯৪ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ, ঔষধ, শাড়ি ও অন্যান্য চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। এসব মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিল।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও রাষ্ট্র উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। আটক মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

