অনলাইনতালাসদরসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

স্টাফ রিপোর্টার:‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পদযাত্রা ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন’র আয়োজনে সাতক্ষীরা সার্কিট হাউস চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে সাতক্ষীরা ডায়াবেটিক হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. আজিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ডা. মোখলেছুর রহমান, ডা. আফতাবুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল বারী, ট্রেজারার মো. দ্বীন আলী, সদস্য আক্তারুজ্জামান, অ্যাড. ওসমান আলী, ফরিদা আক্তার বিউটি, , আজিজ হাসান বাবলু, গোলাম আজম, আলহাজ্ব নজরুল ইসলাম, ডায়াবেটিস হাসপাতালের হিসাব রক্ষক মো. হুমায়ুন কবির, প্যাথলজি টেকনিশিয়ান মো. ওয়াজেদ আলী প্রমুখ। ক্যাম্পে রোগী দেখেন ডা. খালিদ সাইফুল্লাহ ও ডা. দেবদাস পাল।

উল্লেখ্য, ক্যাম্পে ৩ শতাধিক ডায়াবেটিস রোগীকে ফ্রী ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *