কালীগঞ্জে প্রতারণার ফাঁদে নিঃস্ব একটি পরিবার
তাপস কুমার ঘোষ, কালীগঞ্জ: সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের থালনা দক্ষিণপাড়ায় একটি দরিদ্র পরিবারের ওপর প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কার্তিক চন্দ্র সরকার নামের এক প্রতারক। যিনি মিথ্যা মামলা ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে ইউসুফপুর গ্রামের আলী বাক্স গাজীর দুই ছেলে আকিম গাজী (৩৬) ও তকিম গাজীকে নিঃস্ব করে দিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টার সময়ে সরেজমিনে দেখা যায়,পরিবারটি দীর্ঘদিন ধরে সরকারি পজিশন জমিতে বসবাস করছিল। স্থানীয়দের পরামর্শে তারা বসবাসের অনুমতি পায় এবং কিছু অর্থ প্রদানও করে। কিন্তু কার্তিক চন্দ্র পুনরায় টাকা দাবি করলে গাজী পরিবার অস্বীকৃতি জানায় এরপর থেকেই শুরু হয় মিথ্যা মামলা ও উচ্ছেদ অভিযান।
গত ১০ নভেম্বর প্রশাসনের উপস্থিতিতে পরিবারটিকে উচ্ছেদ করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে ভাঙা ঘরের টিন, সিমেন্ট পাইপ আর অসহায় পরিবারের আহাজারি। স্থানীয়রা অভিযোগ করেন, কার্তিক চন্দ্র সরকার ‘থালনা দক্ষিণপাড়া সর্বজনীন শ্মশান ঘাট কমিটি’র নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকেও টাকা আদায় করেন।
স্থানীয় আজিজুর রহমান, মনি, জয়ন্ত কুমারসহ অনেকে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতারক চক্রের গ্রেপ্তার দাবি করেছেন। ভুক্তভোগী আকিম গাজীর বলেন কার্তিক আমাদের কাছ থেকে টাকা নিয়ে আবারো দাবি করে। না দিলে মিথ্যা মামলা দেয়।
এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

