স্থানীয় সরকারের জনপরিষেবা প্রদানে সাতক্ষীরায় অংশীদারিত্ব বিষয়ক কর্মশালা
নাজমুল আলম মুন্না: স্থানীয় সরকারের জনপরিষেবা প্রদানে বেসরকারি খাতের অংশীদারিত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রূপান্তরের আয়োজনে এবং ওয়াটারএইট বাংলাদেশ-সুইচ কন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের সহযোগিতায় সাতক্ষীরা লেকভিউ রিসোর্টে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) শেখ মঈনুল ইসলাম মইন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুর আহম্মদ, সাতক্ষীরা পৌর (এসডিও) মোঃ জিয়াউর রহমান প্রমুখ।
আলোচ্য বিষয় পটভূমি ও প্রেক্ষাপট, বেসরকারি সম্পৃক্ততা আইনগত ভিত্তি, স্থানীয় সরকারের জনপরিসেবা প্রদানে বেসরকারি খাতের সম্পৃক্ততার বর্তমান চিত্র, অনুপ্রেরণামূলক উদাহরণ (অংশীদারীতে উৎসাহ জাগানোর গল্পসমূহ), স্থানীয় প্রতিযোগিতা, বেসরকারি খাত ও স্থানীয় সরকারের অংশীদারিত্বের গুরুত্ব, অনুকূল ব্যবসায়িক পরিবেশ কেন জরুরী? বৈশ্বিক ও দেশের উদাহরণ এবং ট্রেড লাইসেন্স এর অপরিহার্যতা। কর্মশালায় স্থানীয় বেসরকারি খাতের সম্পৃক্ত করতে চ্যালেঞ্জ কি কি এবং স্থানীয় সরকারের সাথে বেসরকারী খাতের সম্পৃক্ততা বাড়াতে করনীয় কি বিষয়ক দলীয় কাজ করানো হয়।
কর্মশালাটি পরিচালনা করেন ওয়াটারএইড বাংলাদেশের কো-অর্ডিনেশন সার্বির রহমান খান ও ওয়াটারএইড বাংলাদেশের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট স্পেশালিষ্ট সাইদুজ্জামান পুলক।

