অনলাইনআশাশুনিকালিগঞ্জতালারাজনীতিসাতক্ষীরা জেলাসারাবাংলা

টানা ১১তম দিনেও উত্তেজনা অব্যাহত- ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার:: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের মনোনয়ন ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। টানা একাদশতম দিনের মতো বিএনপি নেতা ডা. শহিদুল আলমের মনোনয়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ উপজেলাবাসী।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটা থেকে কালিগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তারা বলেন, ডা. শহিদুল আলম দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে মাঠে ছিলেন। তাই তার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতে চান স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কেন্দ্রীয় বিএনপিকে কর্মী ও জনগণের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- কালিগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আশাশুনি উপজেলা বিএনপি নেতা আফসার উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সেলিম, সদস্য সচিব কাজী আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন ফরহাদ, উপজেলা সভানেত্রী মিস ডলি ইসলাম, সাধারণ সম্পাদক শামীমা নাসরিন রত্না, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুজ্জামান খোকন, সদস্য সচিব সফির উদ্দিন সবুজসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বক্তারা ডাঃ শহীদুল আলমের মনোনয়নের দাবিতে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিয়ে বলেন, তৃণমূলের মতামত অগ্রাহ্য করলে তা মেনে নেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *