কলারোয়ায় আনসার ও ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
মেহেদী সোহাগ, কলারোয়া: কলারোয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দশ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন যুগিখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মফিজুর রহমান। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে যুগিখালী ইউনিয়নের মোট ৬৮ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা আইনশৃঙ্খলা রক্ষা, সমাজ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তায় সক্রিয় ভূমিকা পালনের বিষয়ে মৌলিক জ্ঞান অর্জন করেন।

