অনলাইনকলারোয়াসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

এসএম গোলাম ফারুক, কালিগঞ্জ ব্যুরো: সাতক্ষীরার কালিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের মরহুম ডা. আব্দুল গফুর সরদারের ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।

বুধবাবার (১২ নভেম্বর) জোহরবাদ দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খানও কালিগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আসলাম খান এর নেতৃত্বে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও মুকুন্দপুর জামে মসজিদের ইমাম মাওলানা নুর হোসেনের ইমামতিতে জানাজা শেষে দেয়া গ্রামের পারিবারিক গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে।

এ সময় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আব্দুর রউফ,মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান,মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজুমুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এস এম গোলাম ফারুক, প্রতিষ্ঠাকালীন সভাপতি এস,এম গোলাম রহমান, জামায়াত নেতা হাফেজ খায়রুল আলম সহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মুসল্লী উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতে প্রশিক্ষণ শেষে দেশে ফিরে ৯ নম্বর সেক্টরের অধীনে যুদ্ধকালীন কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামানের নেতৃত্বে সাতক্ষীরার কালিগঞ্জ দুদলি,জিরণগাছা ও কুলিয়াসহ বিভিন্ন সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব দুবার নির্বাচিত ইউপি সদস্য,দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা ও দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন ও মসজিদ মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তাঁর মৃত্যুতে কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড,মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, দেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেছা গভীর শোক জ্ঞাপন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *