অনলাইনজীবনযাপনশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের দ্রুত এমপিও বাস্তবায়নে মতবিনিময় ও প্রভাষক মাসুম বিল্লাহর স্মরণসভা

গাজী হাবিব: বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন, সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে দ্রুত ৩৫০০ অনার্স-মাস্টার্স শিক্ষকের এমপিও বাস্তবায়নের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) বেলা ১২টায় সাতক্ষীরা সিটি কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আমিনুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নেকবর হোসেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সন্দীপ কুমার দাস এবং জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি তোফায়েল হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ও সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক পবিত্র কুমার মণ্ডল।

এর আগে ফেডারেশনের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মরহুম মোঃ মাসুম বিল্লাহর অকাল মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর পরিবারের হাতে সহায়তা হিসেবে ২০ হাজার টাকা প্রদান করা হয়।

বক্তারা মরহুম মাসুম বিল্লাহর কর্মজীবন, শিক্ষা ও সমাজসেবায় তাঁর অবদান স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। বক্তারা বলেন, মাসুম বিল্লাহ ছিলেন সৎ, নিষ্ঠাবান ও আদর্শ শিক্ষক। শিক্ষক সমাজের অধিকার আদায়ে তিনি সবসময় অগ্রণী ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যু শিক্ষক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।

অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *