১৬ বছর পর সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে ভোটগ্রহণ চলছে
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ১৬ বছর পর আজ সোমবার (১০ নভেম্বর) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতক্ষীরা ইউনিটের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) অনুষ্ঠিত হচ্ছে।
সকাল দশটায় বার্ষিক সাধারণ সভা শেষে বেলা ১১ টায় ভোটগ্রহণ শুরু হবে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বেলা ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে ভোট গণনার কাজ। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী ৭টি পদে ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইউনিটের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং কার্যনির্বাহী সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের প্রতিদ্বন্দ্বী তিনটি প্যানেলের প্রার্থীদের মধ্যে সচেতন সাতক্ষীরাবাসি সমর্থিত প্যানেল থেকে ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মো. ওমর ফারুক এবং কার্যনির্বাহী সদস্য পদে মুহ. রুহুল আমিন, মো. জাহিদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মো. শফিকুল ইসলাম ও মো. মনিরুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সমন্বিত নাগরিক প্যানেল থেকে ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক পদে শেখ মাসুম বিল্লাহ শাহীন এবং কার্যনির্বাহী সদস্য পদে অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, মো. কামরুজ্জামান রাসেল, শাহ মো. কামরুজ্জামান কামু, মোস্তাফিজুর রহমান উজ্জল ও মো. শফিকুল আলম বাবু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সমন্বিত নীল প্যানেল থেকে ভাইস চেয়ারম্যান পদে মো. কামরুজ্জামান ভূট্টো, সাধারণ সম্পাদক পদে শেখ শরিফুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য পদে কাজী আব্দুস সবুর ও মো. পাভেল রহমান লড়ছেন।
নির্বাচন কমিশন জানায়, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এজিএম (বার্ষিক সাধারণ সভা) অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। মোট ১ হাজার ৬৩০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট প্রদানের সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র ও সদস্য কার্ড প্রদর্শন করতে হবে।
প্রসঙ্গত, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সর্বশেষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালে। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কত ১৬ বছরে আর কোন ভোট হয়নি।

