কালিগঞ্জরাজনীতিসাতক্ষীরা জেলা

কালিগঞ্জের ধলবাড়িয়ায় জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী পথসভা

ভ্রাম্যমান প্রতিনিধি, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ধলবাড়িয়া ইউনিয়নের সেকেন্দারনগর চৌমোহনী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ আলী, এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আহমদ শাহা মাসউদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শ্রমিক ও কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল গফফার, কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী, ডা. মিজানুর রহমান, উপজেলা শুরা ও কর্মপরিষদের সদস্য, গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি,মাওলানা আব্দুর রহমান ওসমানী, ধলবাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি,হাফেজ খায়রুল বাসার, সেকেন্দারনগর চৌমোহনী বাজার বণিক সমিতির সভাপতি এবং মো. আফতাবুজ্জামান, রতনপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীরসহ অন্যরা।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাদ্দিস রবিউল বাশার বলেন সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সৎ ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আসুন, আমরা সৎ নেতৃত্বকে নির্বাচিত করে সংসদে পাঠাই। এর আগে সকালে তিনি উকশা উচ্চ বিদ্যালয়, ডি.আর.এম আইডিয়াল কলেজ, রাজবাড়ি ডিগ্রি কলেজ এবং কাটুনিয়া দাখিল মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া বেলা ১২টার দিকে রতনপুর গড়ুইমহল ঈদগাহ মাঠে মহিলা সমাবেশ, কদমতলা বাজারে পথসভা এবং রতনপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *