অনলাইনঅপরাধআইন আদালতআন্তর্জাতিককলারোয়াতালাসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১৮ বোতল ভারতীয় মদসহ সাড়ে ১৫ লক্ষ টাকার মালামাল জব্দ

গাজী হাবিব: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ বোতল ভারতীয় মদসহ প্রায় সাড়ে পনেরো লক্ষ টাকার ভারতীয় ঔষধ ও পোশাক জব্দ করেছে বিজিবি।

রবিবার (০৯ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, গাজিপুর, বৈকারী, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্ট এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির তিনটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ ও ৪ আরবি হতে ৩০০-৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানার গেরাখালি ও ভাদিয়ালী এলাকায় অভিযান চালায়। এ সময় ৭ লাখ ২৭ হাজার টাকার ভারতীয় ঔষধ ও ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়া, গাজিপুর বিওপি টহল দল সাতক্ষীরা সদর থানার আলীর ঘের এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। তলুইগাছা বিওপি কুলবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপি কলারোয়া থানার ভাদিয়ালী থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করে। হিজলদী বিওপি শিশুতলা আমবাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপি লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। বাঁকাল চেকপোস্ট এলাকা থেকে ১০ হাজার টাকার ভারতীয় শার্ট উদ্ধার করে। বৈকারী বিওপি দাঁতভাঙ্গা ও শ্মশানঘাট এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপি কলারোয়া থানার গোয়ালপাড়া এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। ঘোনা বিওপি সাতক্ষীরা সদর থানার দানা এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

সব মিলিয়ে বিজিবি ১৫ লাখ ৪২ হাজার টাকার ভারতীয় মদ, ঔষধ ও পোশাক জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, এসব মালামাল চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এভাবে অবৈধ পণ্য আমদানির ফলে দেশের রাজস্ব আয় কমে যাচ্ছে এবং স্থানীয় শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জব্দ করা সব মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *