কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির পথসভায় ধানের শীষে ভোট চাইলেন কাজী আলাউদ্দীন
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দীন–এর বিজয় নিশ্চিত করতে কালিগঞ্জের কৃষ্ণনগরে পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্টু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী কাজী মো. আলাউদ্দীন।
সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহমুদ মোস্তফা, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, সদস্য সচিব আরিফুর রহমান ছোটন, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মেহেদী হাসান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদাউস রনি, উপজেলা জাসাস আহ্বায়ক মুরশীদ আলী গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজান মোল্লা, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুর রহমান, সদস্য সচিব হাফিজুর রহমান হাফি ও ছাত্রনেতা জাকির হোসেন প্রমুখ।
পথসভা শেষে কৃষ্ণনগর বাজারে বিএনপির নেতাকর্মীরা ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির লিফলেট বিতরণ করেন। এ সময় তারা বিএনপির ঘোষিত সংস্কারমূলক কর্মসূচি জনগণের সামনে তুলে ধরেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

