সাতক্ষীরার সীমান্ত থেকে ১ সপ্তাহে ৭২ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে গত এক সপ্তাহে ৭২ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি এবং বাকাল ও ঝাউডাঙ্গা চেকপোস্ট এলাকায় গত ৩১ অক্টোবর থেকে ০৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিজিবি সদস্যরা মোট ৭২ লাখ ৭৬ হাজার ৮২০ টাকার বিভিন্ন চোরাচালানী মালামাল জব্দ করে। এর মধ্যে রয়েছে – ৫৮ লাখ ৭৫ হাজার ৯২০ টাকার ভারতীয় ঔষধ, ১০ লাখ ৩১ হাজার টাকার ভারতীয় শাড়ি, ৭৩ হাজার টাকার ভারতীয় বোরকা এবং ২ লাখ ৯৬ হাজার ৯০০ টাকার অন্যান্য ভারতীয় পণ্য।
বিজিবি জানায়, চোরাকারবারীরা এসব পণ্য শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের অবৈধ চোরাচালানের কারণে দেশীয় শিল্পক্ষেত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। টহলদল কর্তৃক উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
বিজিবি আরো জানায়, দেশের রাজস্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং স্থানীয় শিল্পের বিকাশে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে।

