সাতক্ষীরায় বেতনা নদীর বাধ ভেঙে ৪০টি গ্রাম প্লাবিত, বহু ক্ষয়ক্ষতির আশংকা
স্টাফ রিপোর্টার : গত চারদিনের প্রবল বৃষ্টিপাতে সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকায় বেতনা নদীর বেড়িবাঁধ ভেঙে প্রায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে হাজার হাজার বিঘার মৎস্য ঘের।
বেতনা নদীর বাধ ভেঙে পার্শ্ববর্তী বসুন্ধরা, রাজনগর, শিবনগর, এগারোআনি, নগরঘাটা রথখোলা সহ অসংখ্য এলাকা পানিতে নিমজ্জিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, গতকাল রোববার বিকালে বেড়িবাঁধটি পানির তোড়ে প্রায় ৩০ ফুট ভেঙে যায়। পরে স্থানীয়দের উদ্যোগে মেরামতের চেষ্টা করা হলেও পরে একই স্থানে আবারও ভেঙে যায়। এতে হাজার হাজার বিঘার ঘেরের মাছ ভেসে গেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্য ঘের ব্যবসায়ীরা।
এদিকে ভেঙে যাওয়া বাধ পরিদর্শন করেছের সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়দের উদ্যোগে বাধ মেরামতের চেষ্টা করা হচ্ছে। এই মূহুর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। বাধটি দ্রত মেরামতের আশ্বাস দেন তিনি।