কালীগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
তাপস কুমার ঘোষ, কালীগঞ্জ: সাতক্ষীরার কালীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১ টার সময়ে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা ও পর্যালোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা খানম, সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, সমাজসেবা কর্মকর্তা শাকিব আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. মোশাররফ হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু,কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাওছার তুহিন, বীর মুক্তিযোদ্ধা চেয়ারম্যান আব্দুল হাকিম,চেয়ারম্যান ফেরদৌস মোড়ল, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহবায়ক আমির হামজা ও সদস্য সচিব মারুফ হাসানসহ আরও অনেকে।
সভায় বক্তারা মাদক, জুয়া, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং চুরি-ডাকাতি দমনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন উৎসবমুখর সময়ে উপজেলার সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি ও নাগরিকদের সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

