তালায় সিভিল সোসাইটি সিটিজেন গ্রুপ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সেকেন্দার আবু জাফর বাবু, তালা: সাতক্ষীরার তালায় সিভিল সোসাইটি সিটিজেন গ্রুপ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর ) বিকেলে নেট টু রাটস ও দি সোয়ালোজ ইন ডেনমার্ক এর অর্থায়নে পারিবারিক সহিংসতা প্রকল্পের আওতায় ভূমিজ ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। তালায় সিভিল সোসাইটি সিটিজেন ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।
সভায় সভাপতিত্ব করেন খলিলনগর ইউনিয়ন সিটিজেন কমিটির সভাপতি শহিদুল্লাহা গাজী ও সাধারণ সম্পাদক মহিলা ইউপি সদস্য শিরিনা সুলতানার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা।
অনুষ্ঠানে প্রধান হিসাবে উপস্থিত ছিলেন নেট টু রাটস ও দি সোয়ালোজ ইন ডেনমার্ক প্রতিনিধি Lis Rasnu ssen kazal, । বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নেট টু রাটস ও দি সোয়ালোজ ইন ডেনমার্ক প্রতিনিধি Lise Bidstup, ইউপি সদস্য নাসিমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ আকরাম হোসেন, আবুল কালাম , সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু, ইমাম মোঃ আবদুল জলিল, পুরোহিত সমীর চক্রবত্তী , ছাত্র প্রতিনিধি মোহাম্মদ রাসেল শাহরিয়ার হোসেন, মাইশা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন বিগত সভার সিদ্ধান্ত পর্যালোচনা করা হয় এবং আগামী তিন মাস কি কাজ করা হবে তা লিপিবদ্ধ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক মোঃ আকরাম হোসেন আবুল কালাম সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু ইমাম মোঃ আবদুল জলিল পুরোহিত সমীর চক্রবত্তী , ছাত্র প্রতিনিধি মোহাম্মদ রাসেল শাহরিয়ার হোসেন মাইশা আক্তার প্রমুখ।

