অনলাইনতালারাজনীতিশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সংসদ নির্বাচনে সাতক্ষীরায় ছাত্রদলকে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহবান

স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখার আহ্বানে সাতক্ষীরা সিটি কলেজে ছাত্রদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সাতক্ষীরা সিটি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস. কে. এম. আবু রায়হান। সভায় তিনি বলেন, সময় এসেছে দলকে শক্তভাবে সংগঠিত করার। সকল ভেদাভেদ ভুলে ছাত্রদলের সকলকে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। কেন্দ্র যাকে আমাদের জন্য উপযুক্ত মনে করেছেন তাকে মনোনয়ন দিয়েছেন। আমরা তার পক্ষেই কাজ করবো।

তিনি আরও বলেন, ছাত্রদল হচ্ছে বিএনপির প্রাণশক্তি। এই সংগঠনই আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই আজ যখন নির্বাচন ঘনিয়ে এসেছে, তখন ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর উচিত মাঠে থেকে জনগণের পাশে থাকা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের লক্ষ্যে কলেজ ইউনিট ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সভাপতি এসএম হেদায়েত কবীর (হৃদয়), সিনিয়র সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামির হোসেন, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সদস্য ও সভাপতি প্রার্থী আবদুল্লাহ আল মামুন (অর্ক), রাব্বি, ফাহিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

এছাড়া উপস্থিত ছিলেন সাবেক ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাজ বাবু, সাবেক কলেজ ও ওয়ার্ড কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ স্থানীয় তরুণ সমর্থকরা।

সভায় বক্তারা বলেন, ছাত্রদল সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে কাজ করেছে। দলকে শক্তিশালী করতে হলে অভ্যন্তরীণ বিভাজন ভুলে সংগঠনের পতাকা উঁচু রাখতে হবে।” তারা আরও জানান, ছাত্রদলের প্রতিটি ইউনিটকে নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।

সভা শেষে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় ছিনিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *