সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার: সিরাতুন্নবী (স) উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সাতক্ষীরা সরকারি কলেজ থানা শাখার সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা সরকারি কলেজের একাডেমিক ভবনের ৩১০৩ নং কক্ষে ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা সরকারি কলেজ সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ মাসুদুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।
প্রধান অতিথি নোমান হোসেন নয়ন বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও চরিত্র আমাদের দৈনন্দিন জীবনে ধারণ করতে হবে। সিরাত পাঠ শুধু প্রতিযোগিতার বিষয় নয়, বরং এটি আমাদের চিন্তা, চরিত্র ও কর্মে প্রেরণা জোগায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মুহা. আল মামুন , জেলা সভাপতি জুবায়ের হোসেন এবং কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুস্তাজাবুর রহমান।
অনুষ্ঠানে ক, খ ও গ গ্রুপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

