অনলাইনআন্তর্জাতিকআশাশুনিজাতীয়তালাদেবহাটাসদরসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

সাতক্ষীরায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিদর্শনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল

গাজী হাবিব: সাতক্ষীরায় চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি ও কার্যক্রমের মান পর্যবেক্ষণ করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৪ নভেম্বর) সাতক্ষীরা সদরসহ জেলার বিভিন্ন স্থানের টিকাকেন্দ্র পরিদর্শন করেন প্রতিনিধিদল।

পরিদর্শনকালে প্রতিনিধি দল টিকাদান কার্যক্রমের অগ্রগতি, মাঠপর্যায়ে টিকা প্রদানের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর্মীদের দক্ষতা যাচাই করেন। তারা টিকাদান কেন্দ্রগুলোতে উপস্থিত থেকে শিশুদের টিকা প্রদান কার্যক্রমও প্রত্যক্ষ করেন এবং স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও পেশাদারিত্বে সন্তোষ প্রকাশ করেন।

এসময় প্রতিনিধি দলের সদস্যরা বলেন, সাতক্ষীরা জেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচি অত্যন্ত সুশৃঙ্খলভাবে বাস্তবায়িত হচ্ছে। স্বাস্থ্য বিভাগের সুপরিকল্পিত প্রস্তুতি ও স্থানীয় প্রশাসনের সহযোগিতার ফলে এ কার্যক্রম সফলভাবে এগিয়ে চলছে। আমরা চাই জেলার সকল শিশু এ টিকার আওতায় আসুক। শিশু ও কিশোরদের সুরক্ষিত রাখতে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

টিকা কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালামসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সিভিল সার্জন ডা. মোঃ আব্দুস সালাম জানান, টাইফয়েড প্রতিরোধে জেলার প্রতিটি উপজেলায় ধারাবাহিকভাবে টিকাদান কার্যক্রম চলছে। সাতক্ষীরা জেলায় পাঁচ লাখ ছয় হাজার ৭৫৮ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। যা ইতোমধ্যে সাতক্ষীরা জেলায় ৩ লাখ ৯৯ হাজার ৮৩ জন শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হয়েছে। বাকি ১ লাখ ৭ হাজার শিশুকে আগামী ১৩ নভেম্বরের মধ্যে এই টিকার আওতায় আনা সম্ভব হবে।

প্রসঙ্গত, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় সাতক্ষীরা জেলায় ৫ লাখ ৬ হাজার৷ ৭৫৮ শিশু- কিশোরকে বিনামূল্যে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *