সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত থেকে বিজিবির অভিযানে ১৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আঠারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
মঙ্গলবার (০৪ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, গাজিপুর, ঘোনা, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া, সুলতানপুর বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ঔষধ, আগরবাতি ও শাড়িসহ বিভিন্ন পণ্য আটক করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে- ভোমরা বিওপি টহলদল সীমান্ত পিলার ৩/২ এস সংলগ্ন সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ি এলাকা থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় শাড়ি জব্দ করে। গাজিপুর বিওপি দল গাজিপুর কালবাট এলাকা থেকে ৬,০০০ টাকার ভারতীয় শাড়ি আটক করে। ঘোনা বিওপি দল দাঁতভাঙ্গা এলাকা থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করে। তলুইগাছা বিওপি দল চারাবাড়ি বাশবাগান এলাকা থেকে ৩০,০০০ টাকার ঔষধ জব্দ করে। কাকডাঙ্গা বিওপির তিনটি বিশেষ দল ভাদিয়ালী এলাকা থেকে ১১,৬৫,০০০ টাকার শাড়ি ও ঔষধ উদ্ধার করে। মাদরা বিওপির দুইটি দল ফুলতলা বাজার ও চান্দা এলাকা থেকে ২,৮০,০০০ টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। চান্দুরিয়া বিওপি দল গোয়ালপাড়া এলাকা থেকে ৭০,০০০ টাকার ভারতীয় ঔষধ উদ্ধার করে। সুলতানপুর বিওপি দল আমবাগান এলাকা থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প গোবিন্দকাঠী এলাকা থেকে ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।
সর্বমোট উদ্ধারকৃত চোরাচালান পণ্যের আনুমানিক মূল্য ১৭,৯৬,০০০ (সতেরো লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা।
৩৩ বিজিবির দায়িত্বশীল সূত্র জানায়, চোরাচালান ও মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত সকল ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের নিকট জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এমন ধারাবাহিক অভিযান স্থানীয় জনসাধারণের আস্থা বৃদ্ধি করেছে বলে জানান এলাকার সচেতন মহল।

