অনলাইনজীবনযাপনতালাসদরসাতক্ষীরা জেলাসারাবাংলা

সাতক্ষীরায় ব্র্যাক ও পৌরসভার যৌথ উদ্যোগে বিশ্ব শহর দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার: জনবান্ধব আধুনিক শহর’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় উদযাপিত হলো বিশ্ব শহর দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার পানি সরবরাহ শাখা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় ‘সঠিক পানি ব্যবস্থাপনা ও জনবান্ধব সাতক্ষীরা পৌরসভা বিনির্মাণে তরুণদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা।

আলোচনা সভায় বিভিন্ন কমিউনিটি থেকে আগত যুব প্রতিনিধি, নারী নেতৃবৃন্দ ও পৌরসভার পানি সরবরাহ শাখার কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। তরুণদের অংশগ্রহণে সভাটি ছিল প্রাণবন্ত ও মতবিনিময়মূলক।

অনুষ্ঠানে সাতক্ষীরা পৌরসভার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কঞ্জারভেন্সি ইন্সপেক্টর মোঃ ইদ্রিস আলী, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক হারাধন দেবসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানের গুরুত্ব ও প্রতিপাদ্য তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, একটি জনবান্ধব শহর গড়ে তোলার মূল শক্তি হলো নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ। সবাই মিলে কাজ করলে সাতক্ষীরাকে পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক শহর হিসেবে গড়ে তোলা সম্ভব। শহর উন্নয়নে তরুণ প্রজন্মের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই পানি ব্যবস্থাপনা ও নাগরিক দায়িত্ববোধের সমন্বয়ে আমরা সাতক্ষীরাকে বাসযোগ্য ও মানবিক শহর হিসেবে গড়ে তুলতে পারি।

বক্তারা আরো বলেন, শহর উন্নয়নে নারীদের অংশগ্রহণ বাড়াতে হবে। বিশেষ করে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।

গাজী হাবিব
সাতক্ষীরা প্রতিনিধি
০১৭১২৩৩৪০৯৯
০৩.১১.২০২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *