সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১৫ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
রবিবার (২ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর, চান্দুরিয়া বিওপি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রায় ১৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকার ভারতীয় ঔষধ, শাড়ি ও বোরকা আটক করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক স্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে-
পদ্মশাখরা বিওপি দলের অভিযানে সাতক্ষীরা সদর থানার বেরিবাধ এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ, ভোমরা বিওপি দল ঘোষপাড়া এলাকা থেকে ২৮ হাজার টাকার বোরকা, বৈকারী বিওপি দল বৈকারী এলাকা থেকে ৩৫ হাজার টাকার ঔষধ, তলুইগাছা বিওপি দল চারাবাড়ি বাঁশবাগান এলাকা থেকে ৪ লাখ ৯০ হাজার টাকার ঔষধ, কাকডাঙ্গা বিওপি দল ভাদিয়ালী এলাকা থেকে ২ লাখ ৬২ হাজার ৫০০ টাকার শাড়ি, বোরকা ও ঔষধ, মাদরা বিওপি দল ফুলতলা বাজার ও চান্দা এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকার ঔষধ, হিজলদী বিওপি দল শিশুতলা আমবাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ঔষধ, সুলতানপুর বিওপি দল আমবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকার ঔষধ, চান্দুরিয়া বিওপি দল গোয়ালপাড়া এলাকা থেকে ১ লাখ টাকার শাড়ি ও ঔষধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প দল তুজুলপুর ও গোবিন্দকাঠী এলাকা থেকে মোট ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
সর্বমোট ১৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকার চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

