অনলাইনকলারোয়াতালারাজনীতিসদরসাতক্ষীরা জেলা

কলারোয়ায় সাবেক এমপি হাবিবের প্রচার-প্রচারণাও লিফলেট বিতরণ

এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়া বাজারের বিভিন্ন বিপণিবিতানে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণসহ কুশল বিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার(৩১ অক্টোবর) সকাল থেকে পবিত্র জুম্মা নামাজের আগ পর্যন্ত এবং বিকাল থেকে রাত পর্যন্ত প্রায় ৩ সহস্রাধিক ব্যবসা প্রতিষ্ঠান, কেন্দ্রীয় জামে মসজিদের মুসুল্লি ও পথচারীদের মাঝে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে লিফলেট বিতরণ করেন তিনিসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

‎লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ও শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা এম এ রব শাহিন, প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, মো: রফিক, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, পৌর যুবদলের আহবায়ক আব্দুল মজিদ, উপজেলা কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নুরুল আমিন খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজু, ছাত্রদল নেতা অংকুর প্রমুখ।

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১, তালা-কলারোয়ার বিএনপি মনোনীত একমাত্র প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘ প্রচারণা শেষে উপজেলা জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। এসময় তিনি মসজিদে সমবেত মুসুল্লিদের নিকট সমর্থনসহ দোয়া প্রার্থনা করেন।

‎নির্বাচনী এ প্রচারণায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *