সীমান্ত প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইমন, সম্পাদক লিংকন, সাংগঠনিক লিয়ন
স্টাফ রিপোর্টার: শ্যামনগর উপজেলার রমজাননগরের ভেটখালীতে অবস্থিত সীমান্ত প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় ভেটখালী বাজারের বন্ধন স্টুডিওতে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের উপদেষ্টা মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনান্তে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত মোতাবেক আগামী এক বছরের জন্য সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার প্রতিনিধি নূরুন্নবী ইসলাম ইমনকে সভাপতি, জিএম আব্রাহাম লিংকনকে সাধারণ সম্পাদক এবং জিএম শাহিদুজ্জামান লিয়নকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি: জিএম মহাসীন হুদা, সহ-সভাপতি: মোঃ শাহিন আলম, যুগ্ম সম্পাদক: মোঃ খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক: আবু সাঈদ খোকন, কোষাধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক: সৈয়দ মমিনুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ ইউনুস আলী, মোঃ নাহিদুল ইসলাম, মোঃ মোস্তফা আল মাদানী ও মোঃ আবু সাঈদ জীবন।
সভায় উপদেষ্টা মোঃ হুমায়ুন কবির, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ আকতার হোসেনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
নতুন কমিটির নেতৃবৃন্দ প্রেস ক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা পালনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

