কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫। এ উপলক্ষে শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম হলরুমে গিয়ে শেষ হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ, কালিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল ও বন্ধন সমবায় সমিতির পরিচালক আলমগীর হোসেন যৌথভাবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান।
তিনি বলেন, সমবায় হচ্ছে আত্মনির্ভরশীল সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। সবাইকে সমবায় আন্দোলনে যুক্ত হয়ে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা ইউসিসিএ লিমিটেডের সভাপতি শেখ লুৎফর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, এবং জাতীয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন।
এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যায় গ্রুপের নাজমুল হুদা, সাংবাদিক আহম্মদ উল্লাহ্ বাচ্চু, ফজলুল হক, শিমুল হোসেন, প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সমবায় সমিতির প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক ঐক্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

