শিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজে নতুন গোলপোস্ট উদ্ধোধন

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী গোবরদাড়ী জোড়দিয়া স্কুল এন্ড কলেজে নতুন গোলপোস্ট উদ্ধোধন হয়েছে। শনিবার (১ নভেম্বর) বেলা ১২টার সময় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও ১৪নং ফিংড়ী ইউনিয়নের বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক জনাব মোঃনূরুন্নবী খান (বিকো)।

এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণ বন্ধু ঘোষ, সমাজসেবক আব্দুল আহাদ মল্লিকসহ সকল শিক্ষক শিক্ষিকা সহ  স্টাফ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে বিদ্যালয়ের নতুন গোলপোস্ট উদ্ধোধনে অংশগ্ৰহণ করেন।

এসময় প্রধান অতিথি বলেন পড়ালেখার পাশাপাশি  খেলাধুলা প্রয়োজন। বিদ্যালয়ের খেলার মাঠে গোলপোস্ট দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় ছেলেমেয়েদের খেলা করতে বিঘ্ন ঘটতো। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় নতুন গোলপোস্ট পেয়ে বিদ্যালয়ে ছাএছাত্রীরা ও এলাকার তরুণ সমাজ খুবই আনন্দিত। এবং ছাত্র-ছাত্রীদের খেলা করতে উৎসাহিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *