সাতক্ষীরায় বিজিবির অভিযানে প্রায় ৮ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (০১ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ ভোমরা, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাড়ি এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। একইভাবে কুশখালী বিওপির সদস্যরা শ্বশানঘাট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ, এবং বৈকারী বিওপির সদস্যরা নতুনপাড়া এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করে। তলুইগাছা বিওপির সদস্যরা কামারাবাড়ি এলাকা থেকে ৬০ হাজার টাকার ভারতীয় শাড়ি ও বোরকা উদ্ধার করে।
এছাড়া কাকডাঙ্গা বিওপির বিশেষ দল গেড়াখালী এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ, এবং মাদরা বিওপির পৃথক দুইটি দল ফুলতলা বাজার ও চান্দা এলাকা থেকে ৪ লাখ ৭২ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে। বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল গড়িয়াডাঙ্গা এলাকা থেকে ৭ হাজার টাকার ভারতীয় শাড়ি এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দল গোবিন্দকাটি এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ওষুধ আটক করে।
সব মিলিয়ে মোট ৭ লাখ ৮৪ হাজার ৫০০ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।
৩৩ বিজিবি কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

