বিনোদনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় উদীচী শিল্পীগোষ্ঠী’র ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় সাতক্ষীরা শহরের পুরাতন আইনজীবী সমিতি ভবনে উদীচী শিল্পিীগোষ্ঠী, সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে’র সঞ্চালনায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি শুরু হয়।

‘ঘোর আধারে পথ দেখাবে, আগুনের নিশান’ প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের এ শ্লোগানকে ভিত্তি করে সভাপতি তার স্বাগত বক্তব্য রাখেন। তিনি বলেন সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই উদীচীর জন্মগত অধিকার। উদীচী মানেই সাম্রাজ্যবাদ বিরোধিতা, উদীচী মানেই সাম্রদায়িকতা বিরোধিতা, উদীচী মানেই মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রাম, উদীচী মানেই বিশ্বমানবতার সার্বিক মুক্তির লক্ষে নিয়োজিত সাংস্কৃতিক সংগঠন।

বক্তারা বলেন লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহি সংগঠন, এদেশের সকল প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী সংগঠন, মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্কর অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, সাম্যবাদী সমাজ নির্মাণের লক্ষ্যে সংগ্রাম অব্যাহত রাখা বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলা হয়।

প্রথম পর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুভাস সরকার, জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, স্বদেশের নিব্যাহী পরিচালক মাধব দত্ত, বাসদের জেলা সমন্বয়ক নিত্যানন্দ সরকার, জাসদ একাংশের জেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলি, উদীচীর মো. মুনসুর রহমান, সিপিবি’র অ্যাড. আবুল কালাম, কবি ও আবৃত্তিকার মন্ময় মনির, উদীচীর সহ সভাপতি কন্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, কমরেড আবুল হোসেন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক পরিবেশনায় ছিলেন বেতার ও টিভির কন্ঠশিল্পী আবু আফফান রোজ বাবু, নাদিরা বেগম, আব্দুর রাজ্জাক, মো. আজিজ।

কবিতা আবৃত্তি করেন সপ্তর্ষী সরকার রাসু, ও নীলবাবু।

উপস্থিত ছিলেন কাজী মাসুদুল হক, কবি মৃত্যুঞ্জয় বিশ্বাস, আবু তালেব মোল্যা, ফারজানা রুবি মুক্তি, এস এম হাসান, কবি আবু কাজী, বহু আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *