রাজনীতিসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টির উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা প্রতিনিধি: গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন, বিচার বিভাগে সংস্কার ও জনগণের গণঅধিকার প্রতিষ্ঠার দাবিতে সাতক্ষীরায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের ইটাগাছা খড়িবিলা এলাকায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলার সমন্বয়ক কামরুজ্জামান বুলু,
যুগ্ম সমন্বয়ক আলহাজ্ব শেখ আহসানুল্লাহ,সদস্য সি এম নাজমুল ইসলাম,জাতীয় ছাত্র শক্তির প্রতিনিধি মুজাইদুল ইসলাম,বখতিয়ার হোসেন,মুজাহিদ বিন ফিরোজ সহ আরো অনেকে।

বৈঠকে বক্তারা বলেন, দেশে একটি কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচন জরুরি। জনগণের মতামতের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ন এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করলেই দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব।

আয়োজিত উঠান বৈঠকে জাতীয় নাগরিক পার্টির জেলা নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা আরও বলেন, জনগণের প্রকৃত অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতান্ত্রিক সংস্কারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *