আইন আদালতকলারোয়াসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরার সীমান্ত থেকে সাড়ে ৭ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে সাত লক্ষাধিক টাকার ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এবং বাঁকাল চেকপোস্টের দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক পৃথক অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে ভারতীয় ঔষধ, শাড়ি ও শাল-চাদরসহ আনুমানিক ৭,৬০,৫০০ (সাত লক্ষ ষাট হাজার পাঁচশত) টাকার চোরাচালানী পণ্য উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির টহলদল মেইন পিলার ৪/৩ এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানার বেরিবাঁধ এলাকা থেকে ১,৪০,০০০ টাকার ভারতীয় ঔষধ আটক করে।

কুশখালী বিওপির দল একইভাবে শ্বশানঘাট এলাকা থেকে ৩৫,০০০ টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

তলুইগাছা বিওপির দল কামারাবাড়ি এলাকা থেকে ৩৬,০০০ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করে।

কাকডাঙ্গা বিওপির দুটি বিশেষ দল গেরাখালী ও রাজ্জাকের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪,০২,৫০০ টাকার ভারতীয় ঔষধ জব্দ করে।

মাদরা বিওপির পৃথক দুটি দল ফুলতলা বাজার ও চান্দা এলাকা থেকে ১,০৫,০০০ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে।

এছাড়াও, বাঁকাল চেকপোস্টের আভিযানিক দল ঢালিপাড়া এলাকা থেকে ৪২,০০০ টাকার ভারতীয় শাল-চাদর জব্দ করে।

অভিযান চলাকালীন সময়ে কোনো চোরাচালানীকে আটক করা সম্ভব না হলেও বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।

উদ্ধারকৃত সকল মালামাল সাতক্ষীরা কাস্টমস হাউসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *