বিনোদনশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

নতুন কুঁড়ি ২০২৫’-এ দেশাত্মবোধক গানে তোজো মণ্ডলের তৃতীয় স্থান অর্জন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি ২০২৫’-এর ফাইনাল পর্বে সাফল্যের সঙ্গে জায়গা করে নিয়েছে শিল্পায়ন সংগীত একাডেমীর প্রতিভাবান শিশু শিল্পী তোজো মণ্ডল।

তোজো এবার দেশাত্মবোধক গানে (দেশের গান) বিভাগে সারা দেশের সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে। তার সংগীত শিক্ষক ওস্তাদ মোঃ জাকির হোসেন, যিনি বাংলাদেশ শিশু একাডেমীর সংগীত শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে শিশুদের শিল্পচর্চায় দীক্ষা দিয়ে আসছেন।

তোজো বর্তমানে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগ ও নিষ্ঠা তাকে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছে। নিয়মিত অনুশীলন ও শিক্ষকের সার্বিক সহযোগিতায় তোজো এখন সাতক্ষীরার গর্ব।

আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন ভবনে অনুষ্ঠিত হবে ফাইনাল পর্ব। সেখানে তোজোসহ দেশের বিভিন্ন অঞ্চলের সেরা প্রতিযোগীরা সংগীত, নৃত্য, আবৃত্তি, কৌতুক, অভিনয়সহ বিভিন্ন বিভাগে নিজেদের সেরা পরিবেশনা উপস্থাপন করবে।

তোজোর এই সাফল্যে তার শিক্ষক, পরিবার, সহপাঠী ও এলাকার মানুষ আনন্দিত। সবাই তার আগামীর ফাইনাল পর্বে সর্বোচ্চ সাফল্য কামনা করে দোয়া ও আশীর্বাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *