বিসিডিএস সাতক্ষীরা শাখার জরুরি আলোচনা সভা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা শাখার জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরার বিসিডিএস ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী।
সমিতির প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ জালালউদ্দিনের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সাতক্ষীরা জেলা কমিটি এবং সকল উপজেলা কমিটির নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যথাক্রমে গত ২৭ অক্টোবর ২০২৫ তারিখের সমিতির কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ঔষধ বিক্রয় কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ০৩ নভেম্বর সোমবার সারা বাংলাদেশের সাথে একযোগে সাতক্ষীরা জেলা ব্যাপী সকাল সন্ধ্যা ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।
তবে সাতক্ষীরা মেডিকেল কলেজ, নিউমার্কেট মোড় এবং জেলা সদর হাসপাতাল ও সকল উপজেলা হাসপাতালের সামনে একটি করে ফার্মেসী খোলা রাখা হবে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ যথাসময়ে কোম্পানির প্রতিনিধির মাধ্যমে রিপ্লেসমেন্ট করার জন্য মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

