অনলাইনঅপরাধকালিগঞ্জতালাশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে প্রাইমারী স্কুলের ২ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: দীর্ঘদিন বিদ্যালয়ে অননুমোদিত ভাবে অনুপস্থিত থাকার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী ইয়াসির আরাফাত ওরফে বাবলুএবং এন এন টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস সুলতানার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়েছে।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন বাদী হয়ে অনুপস্থিত ২ শিক্ষকের বিরুদ্ধে বুধবার (২৯ অক্টোবর) এ বিভাগীয় মামলা দায়ের করেন।

শিক্ষক গাজী ইয়াসির আরাফাত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে এবং শিক্ষক নার্গিস সুলতানা ২০২৫ সালের ২৪ জুন থেকে অননুমোদিতভাবে বিদ্যালয়ে না থাকায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পৃথক দু,টি বিভাগীয় মামলায় উল্লেখ করা হয়েছে। উক্ত আদেশে বলা হয়েছে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিতির কারণে বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে ও প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) ও (গ) ধারা অনুযায়ী তাদের এই কার্যকলাপ অসাধারচরন ও পলায়ন হিসেবে গণ্য করা হয়েছে। কেন তাদের বিরুদ্ধে চাকরি থেকে বরখাস্ত করা হবে না তার লিখিত জবাব ১০ কার্য দিবসের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তা অফিসারের কাছে দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

একই সাথে ব্যক্তিগত শুনানি দিতে আগ্রহী কিনা তাও লিখিতভাবে জানানোর নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টির অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক, কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিকট পাঠানো হয়েছে।

সহকারী শিক্ষিকা নার্গিস সুলতানার বাড়ি রাম গোবিন্দপুর গ্রামে। তিনি গত ২২ /১/২০২৩ ইং তারিখে চাকরিতে যোগদান করেন। সাতক্ষীরার মোহাম্মদ তরিকুল ইসলামের সঙ্গে বিবাহ হওয়ায় এবং স্বামী বাগেরহাট সরকারি কলেজের শিক্ষকতা করার কারণে বর্তমানে চাকরিতে ইস্তফা দিয়ে সেখানে অবস্থান করার কারণে অনুপস্থিত আছেন।

অন্যদিকে ধলবাড়িয়া ইউনিয়নের দাঁড়িওয়ালা গ্রামের গাজী ইয়াসিন আরাফাত শিক্ষকতা করার পাশাপাশি উকশা গ্রামে উকাস সমবায় সমিতি নামে একটি সমিতি খুলে সেখানে মোটা অংকের টাকার প্রলোভনের ফাঁদে ফেলে হাজার, হাজার লোকের নিকট থেকে কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়ে বর্তমান পাওনাদারদের ভয়ে এলাকা ছাড়া হয়ে খুলনার অবস্থান করছে। সেই সুবাদে দীর্ঘদিন এলাকা ছাড়া থাকায় স্কুলে অনুপস্থিত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *