অপরাধকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে হাকিম ঠিকাদারের বিরুদ্ধে শ্রমিকের চিকিৎসা খরচ না দেওয়ার অভিযোগ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে ঠিকাদার আব্দুল হাকিমের বিরুদ্ধে গুরুতর আহত শ্রমিকের চিকিৎসা খরচ না দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগে জানা যায়, খুলনার বউবাজার এলাকায় ঠিকাদার হাকিমের মালিকানাধীন মেসার্স সোনালী কনস্ট্রাকশন-এর নির্মাণাধীন ৪ তলা ভবনে কাজ করার সময় তৃতীয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন আফজাল হোসেন নামে এক শ্রমিক। আহত অবস্থায় তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু অভিযোগ অনুযায়ী, তিন দিন চিকিৎসার পর ভালো চিকিৎসার আশ্বাসে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে চিকিৎসা ব্যয়ের টাকা দিতে অস্বীকার করেন ঠিকাদার। উপায়ন্তর না পেয়ে আহত শ্রমিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে ঠিকাদার আব্দুল হাকিম জানান,আমি হাসপাতালে থাকা অবস্থায় তাকে ১৫ হাজার টাকা দিয়েছি। এরপর কেউ আমার সাথে যোগাযোগ করেনি।তবে ঘটনাটির বিষয়ে তিনি শ্রমিকের খোঁজ নিয়েছেন কিনা সে প্রশ্নের সুস্পষ্ট উত্তর দিতে পারেননি।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ঠিকাদার হাকিমকে নিয়ে ব্যাপক সমালোচনা ও উত্তেজনা দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *