কালিগঞ্জে উকশা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কঠোর নিরাপত্তা দুই গ্রুপের টানটান উত্তেজনা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের উকশা মাধ্যমিক বিদ্যালয়ে ৪ জন অভিভাবক সদস্য পদের বিপরীতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে অভিভাবক ভোটারদের ভোটগ্রহণ চলে। উক্ত নির্বাচনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস ,এম আকরাম হোসেন নির্বাচনী প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন এবং তার নিরাপত্তায় সহযোগিতা করেন কালিগঞ্জ থানার উপর পরিদর্শক নাজমুল হোসেন। মোট ৩৭৪ জন ভোটারের মধ্যে ২৩৫ জন অভিভাবক সদস্য ভোটার তাদের ভোট প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন।
ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত ফলাফলে বিজয়ীরা হলেন নিমাই চন্দ্র জোয়াদ্দার ১৬৪, আব্দুল মতিন গাজী ১৫২, দুর্গাপদ মন্ডল ১৪৩ এবং আব্দুল কাদের ৭৮ ভোট জয়লাভ করেন এদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রব ৭৫, সুজয় ঘরামী ৭০ এবং শেখ বদরুজ্জামান ৬৮ ভোট পেয়ে পরাজিত হন। এর আগে বিনা প্রতিদ্বন্দিতায় প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে নীরোধ কুমার মন্ডল, দাতা সদস্য হিসেবে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী শওকত হোসেন, মহিলা অভিভাবক সদস্য হিসেবে তাসলিমা বেগম ,শিক্ষক প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, মোহাম্মদ সেলিম উদ্দিন ,মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে নুরে হাওয়া নির্বাচিত হয়েছেন।

