অবৈধ দখলদারদের হাত থেকে মৎসঘের উদ্ধারের দাবিতে শ্যামনগর প্রেসক্লাবের সম্মেলন
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে অবৈধভাবে মৎস্য ঘেরের জমি দখল থেকে পরিত্রাণ পেতে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব হলরুমে লিখিত বক্তব্য পাঠ করেন গাবুর ইউনিয়নের চকবারা গ্রামের মৃত রহমতুল্ল্যাহ গাজীর ছেলে গাজী আব্দুস সোবাহান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ৯নং বুড়িগোয়ালিনী পোড়াকাটলা মৌজায় প্রকৃত জমির মালিকের নিকট থেকে স্ব-নামে গত ইং- ২০২০ সালের ১লা জানুয়ারী হইতে ইং-২০২৪ সালের ৩১ শে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ০৫ (পাঁচ) বছর মেয়াদে লীজ ডিড গ্রহণ করে নিজস্ব অর্থায়নে ভেড়ীবাঁধ, যোংড়া বাছা, চুন, সার দিয়া বাগদা চিংড়ী সহ সাদা বিভিন্ন প্রজাতির মৎস্যাদি ছাড়িয়া শান্তিপূর্ন ভাবে ঘের পরিচালনা করছিলাম। এলাকার প্রভাবশালী ও আওয়ামী লীগের পাতি নেতা হিসাবে পরিচিতি বুড়িগোয়ালিনী ইউনিয়নের মৃত লালু মোড়লের ছেলে মোঃ লিয়াকত আলী মোড়ল ও ছাকাত জমাদারের ছেলে মোঃ আব্দুল মজিদ জমাদ্দার সহ আরো অজ্ঞাত নামা ব্যক্তিরা আওয়ামী লীগের নেতাদের ছত্রছায়ায় আধিপত্য বিস্তার করিয়া পেশী শক্তির দাপট দেখাইয়া ২০২৩ সালের জানুয়ারী মাসের ২৫ তারিখে সম্পূর্ন গায়ের জোরে অন্যায় ভাবে রাত্রারাত্রি মৎস্য ঘেরে ভেকু দিয়ে রাস্তা নির্মাণ করে আনুমানিক ২১/২২ বিঘা সম্পত্তি দখল করিয়া নেয়।
এসময় জাপান কোম্পানীর কর্মরত মহিলাকর্মী ৪০/৫০ জন ভেকুর ধারে বসাইয়া রাখিয়া কাজ চলমান রাখে। ঐ সময়ে আমরা বাধা দিলে প্রকাশ্যে বলে যে, তাদের কাজে বাধা দিলে ভেকু দিয়ে মাটিতে পুঁতে ফেলিবে মর্মে হুমকি দেয়। আমি জানমাল রক্ষার্থে নিরুপায় হইয়া জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে ফোন করিলে শ্যামনগর থানার কর্তব্যরত অফিসার সরেজমিনে তদন্ত করে এবং শান্তিশৃঙ্খলা রক্ষার্থে কার্যক্রম থেকে বিরত রাখার নির্দেশনা দেন। কিন্তু পুলিশ ঘটনাস্থল থেকে চলিয়া আসার পর পুনরায় তাহারা কার্যক্রম অব্যাহত রাখিয়া রাত্রারাত্রি ঘেরের আংশিক জায়গা দখল করিয়া নেয়। তাতে আমার আনুমানিক ৬ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।তাই আপনাদের লেখনীর মাধ্যমে অবৈধ দখলদারের হাত থেকে আমার মৎস্য ঘেরের আংশিক জমি উদ্ধার করার পারি তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষন করছি।