সাতক্ষীরায় আসক’র উদ্যোগে শিশুর যৌন শোষণ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
স্টাফ রিপোর্টার: শিশুদের প্রতি যৌন শোষণ প্রতিরোধে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে সাতক্ষীরায় অনুষ্ঠিত আসকের এক সচেতনতামূলক ক্যাম্পেইনে।
রবিবার (২৬ অক্টোবর ) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের হলরুমে আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর আয়োজনে “Step up the Fight Against Sexual Exploitation of Children: Empowering Children and Communities” প্রকল্পের আওতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে টেরে ডেস হোমস (টিডিএইচ), নেদারল্যান্ডসের অর্থায়নে, যার মূল উদ্দেশ্য হলো শিশু যৌন শোষণ প্রতিরোধে শিশু ও স্থানীয় নাগরিকদের সচেতন ও সক্ষম করে তোলা।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল ইসলাম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে হলে পরিবার, স্কুল, স্থানীয় প্রশাসন ও সমাজের প্রতিটি মানুষের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। শিশুরা যেন ভয় বা লজ্জা ছাড়াই নিজেদের সমস্যার কথা বলতে পারে, সেই সংস্কৃতি গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। তিনি বলেন, যৌন শোষণ একটি নীরব মহামারি। আমাদের সামাজিক সচেতনতা ও দ্রুত আইনি প্রতিক্রিয়া শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পারে।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও শিক্ষাবিদ দিলারা বেগম, জেলা নারী ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক, এবং জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা।
ক্যাম্পেইনে সাতক্ষীরার বিভিন্ন স্কুল থেকে আগত প্রায় ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিশু যৌন শোষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় পাঁচজন শিক্ষার্থী বিজয়ী হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অংশগ্রহণকারী অন্য শিক্ষার্থীদেরকেও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
এ সময় শিশুদের মাঝে যৌন শোষণের ধরন, প্রতিরোধের উপায়, আইনি সহায়তা পাওয়ার পথ ও আত্মরক্ষার কৌশল বিষয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, শিশুদের আত্মরক্ষার কৌশল শেখানো এবং অভিভাবকদের সচেতন করা গেলে অনেক অপরাধই প্রতিরোধ করা সম্ভব।
ক্যাম্পেইন শেষে নবারুন স্কুল, সাতক্ষীরা পি. এন. হাই স্কুল, এবং সাতক্ষীরা টাউন গার্লস স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিশু যৌন শোষণ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও তথ্যপত্র বিতরণ করা হয়। লিফলেটে শিশুদের অধিকার, যৌন শোষণের লক্ষণ চিনে ফেলা, বিশ্বস্ত প্রাপ্তবয়স্কের কাছে জানানোর গুরুত্ব, এবং জরুরি হেল্পলাইন ১০৯৮-এ যোগাযোগের নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যক্ষ দিলারা বেগম। তিনি তার বক্তব্যে বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ। তাদের মানসিক, সামাজিক ও শারীরিক নিরাপত্তা রক্ষায় শিক্ষক, অভিভাবক ও সমাজ সবাইকে দায়িত্ব নিতে হবে।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সুফাসেক প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ আলিরাজ।
ক্যাম্পেইনের মাধ্যমে উপস্থিত শিশুরা ও অতিথিবৃন্দ একমত হন যে, শিশুদের প্রতি যৌন শোষণ প্রতিরোধে আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতা, শিক্ষা ও পারিবারিক নজরদারি অপরিহার্য।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে আশাবাদ ব্যক্ত করা হয়, এই ধরণের কার্যক্রম নিয়মিত হলে শিশুদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ বেড়ে ওঠা নিশ্চিত হবে।

