সাতক্ষীরার সীমান্তে বিজিবির অভিযানে ৭০ বোতল মদসহ আট লক্ষ টাকার মালামাল আটক
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার মালামাল আটক করেছে বিজিবি।
রোববার (২৭ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর আওতাধীন তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও সুলতানপুর বিওপি এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবির তথ্যমতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন স্থানে মোট ৭ লক্ষ ৮৯হাজার টাকার ভারতীয় শাড়ি, ঔষধ ও মদ আটক করা হয়। এর মধ্যে তলুইগাছা বিওপি ৫৪ হাজার টাকার শাড়ি, কাকডাঙ্গা ও মাদরা বিওপি পৃথক অভিযানে মোট ৫ লাখ ৬৫ হাজার টাকার ভারতীয় ঔষধ এবং হিজলদী ও সুলতানপুর বিওপি ৭০ বোতল ভারতীয় মদ জব্দ করে।
বিজিবি জানায়, এসব মালামাল চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আনছিল। চোরাচালান বন্ধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয় জনগণ বিজিবির এসব দেশপ্রেমিক ও জনস্বার্থমূলক অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন।

