সদরসাতক্ষীরা জেলা

ভোমরা বৈচনা ক্লাব মোড়ে স্বদেশ সংস্থার উদ্যোগে লিগ্যাল ক্যাম্প

ভোমরা ব্যুরো: স্বদেশ সংস্থার বাস্তবায়নে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর সহযোগিতায় দাতা সংস্থা জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবি এইচ-এর আর্থিক সহায়তায় নাগরিকতা প্রকল্পের মাধ্যমে সাতক্ষীরাতে ‘জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতিকে এগিয়েং নিতে নারী, পুরুষ ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির’ লক্ষে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার বিকাল ৪টায় ৯নং ভোমরা ইউনিয়নের বৈচনা ক্লাব মোড়ে মেম্বর মোছা. রাবেয়া সুলতানা এবং জিএম আব্দুর রহিমের উপস্থিতিতে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে আইনগত পরামর্শ ও সহায়তা গ্রহণে লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠানে এলাকার বিভিন্ন পেশার ভুক্তভোগী শতাধিক নারী ও এলাকার সাধারণ জনগণ বিভিন্ন বিষয়ে আইনী পরামর্শ নেওয়ার জন্য উপস্থিত হন।

বিভিন্ন আইনগত বিষয়ে পরামর্শ প্রদান করেন সাতক্ষীরা জেলা জজ কোর্টের এড. মো. আকরাম আলী।

এসময়ে জলা লিগ্যালএইডের বিষয়ে নুতন বিধি নিয়েও আলোচনা করেন স্থানীয় মেম্বরবৃন্দ। লিগ্যাল ক্যাম্প অনুষ্ঠানটি পরিচালনা করেন নাগরিকতা প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম ও প্যারালিগ্যাল অফিসার মো. শরিফুল ইসলাম্। সিভিক, বিনাদ ও ইয়াগ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *