অপরাধআইন আদালতকলারোয়াসাতক্ষীরা জেলা

কলারোয়ার রামকৃষ্ণপুরে প্রবাসীর স্ত্রীর উপর হামলা, থানায় অভিযোগ

জুলফিকার আলী, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করেছে।

আহত গৃহবধূ নুরুন নাহার (৩৬) জানান, তার স্বামী মালয়েশিয়া প্রবাসী। তাদের বাড়ির দ্বিতল ভবনের ছাদের কাজে পানি দেওয়ার সময় পাইপের মাধ্যমে পানি নিচে পড়ে পাশের বাড়িতে গিয়ে জমে। এতে তার বড় ভাসুর আনারুল ইসলাম ক্ষিপ্ত হন। উভয় পরিবারের সীমানার জায়গায় পানি নিষ্কাশনের জন্য নুরুন নাহার একটি ছোট গর্ত খোঁড়ার কাজ শুরু করলে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির সূত্রপাত হয়।

এক পর্যায়ে আনারুল ইসলাম, তার স্ত্রী ছকিনা খাতুন, শাওন, মাসুদ ও শাহানারা দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে প্রবাসীর স্ত্রীর উপর হামলা চালায়। হামলায় নুরুন নাহারের মাথা ফেটে গুরুতর জখম হয় এবং হামলাকারীরা তার গলা ও হাতে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তিনি।

এ সময় ফরহাদ হোসেন নামের এক শিশুকেও তারা গলা চেপে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় আহত নুরুন নাহারকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে ন্যায়বিচারের দাবিতে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়দের দাবি, ঘটনাটি পূর্বপরিকল্পিত হামলা হতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করেছেন ভুক্তভোগী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *