অনলাইনঅপরাধআইন আদালতকালিগঞ্জতালাসাতক্ষীরা জেলাসারাবাংলা

কালিগঞ্জে বাল্যবিবাহের আয়োজন ভণ্ডুল, ৪০ হাজার টাকা জরিমানা

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে বাল্যবিবাহের আয়োজন ভণ্ডুল করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গোপনে এক কিশোরীর বিয়ে সম্পন্নের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় উজিরপুর গ্রামের মনিরুল ইসলাম সরদারের মেয়ে হুমাইরা আঞ্জু মনিরা (১৮) ও যশোরের কেশবপুর উপজেলার ব্রজকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাফি (২০)-এর মধ্যে বিয়ের আয়োজন চলছিল।

ভ্রাম্যমাণ আদালত ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’-এর ৯ ধারায় উভয়পক্ষকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি, মেয়ের বয়স প্রাপ্ত না হওয়া পর্যন্ত বিয়ে সম্পন্ন না করার নির্দেশ দেন আদালত।

এ সময় উভয় পরিবারের অভিভাবক ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়ে মুচলিকায় স্বাক্ষর করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান বলেন,বাল্যবিবাহ সামাজিক ব্যাধি। এ ধরনের অনৈতিক আয়োজনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *