কালিগঞ্জের চাঁচাই ফুটবল মাঠে ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠে গ্রামীণ খেলাধুলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় খেলা হাডুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে স্থানীয় ক্রীড়া প্রেমীদের উৎসাহে মুখর পরিবেশে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
খেলার শুরু থেকেই মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দুই দলের খেলোয়াড়দের চমৎকার কৌশল ও দ্রুত গতির খেলা দর্শকদের মুগ্ধ করে তোলে। খেলার প্রতিটি মুহূর্তে উল্লাসে ফেটে পড়ে মাঠ ও আশপাশের এলাকা।
স্থানীয় ক্রীড়া সংগঠক ও সামাজিক নেতৃবৃন্দ জানান, গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা পুনরুজ্জীবিত করতেই এ আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা জানান।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আয়োজক কমিটির সভাপতি। উপস্থিত অতিথিরা বলেন, হাডুডু শুধু খেলা নয় এটি বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির এক উজ্জ্বল প্রতীক, যা প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখা প্রয়োজন।

