অনলাইনঅপরাধআইন আদালতকালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে সততা ফিডের দোকানে জরিমানা

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মৎস্য সার ও পশু খাদ্যের মান নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে একটি ফিডের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মন্ডল এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ফুলতলা বাজার গ্রাম রহিমপুর এলাকার ব্যবসায়ী শেখ এজাহার আলীর ছেলে শেখ মনিরুল ইসলাম পরিচালিত মৎস্য সার ও পশু খাদ্য বিক্রির দোকানে অভিযান চালানো হয়।

অভিযানে মৎস্য সার ও পশু খাদ্য আইন ২০১০ এর ৭(১) ধারা লঙ্ঘন এবং ২০ ধারায় বর্ণিত শাস্তির বিধান অনুযায়ী দোকানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তার স্বার্থে নিম্নমানের পণ্য বিক্রি বন্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *