কেশবপুর যুবদল নেতার মামলায় জামায়াত নেতা আটক
কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে জমি বিরোধের মামলায় জামায়াত নেতা ও তার ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ অক্টোবর রাতে কেশবপুরের মির্জানগর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের নাম শেখ জালাল উদ্দীন ও তার ভাই শেখ আলতাফ হোসেন। শেখ জালাল উদ্দীন মির্জানগর গ্রামের শেখ শওকত হোসেনের ছেলে এবং জামায়াতের স্থানীয় ইউনিটের সভাপতি।
পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর জমি-জমার বিরোধকে কেন্দ্র করে জামায়াত নেতা জালালের বাঁশের লাঠির আঘাতে যুবদল নেতা খান শফিকুল ইসলাম আহত হন। এ ঘটনায় যুবদল নেতা খান শফিকুল ইসলাম বাদী হয়ে কেশবপুর থানায় মামলা করেন। মামলা নং ১৪। তারিখ ২১/১০/২৫ ইং। উক্ত মামলায় গ্রেপ্তার করার পর শেখ জালাল উদ্দীন ও শেখ আলতাফ হোসেনকে বুধবার যশোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

