সাতক্ষীরায় বিজিবির অভিযানে সাড়ে ৪ লক্ষাধিক টাকার চোরাচালানী মালামাল জব্দ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাড়ে চার লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
রবিবার (২০ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা, ঘোনা, কুশখালী, কাকডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া ও সুলতানপুর বিওপি এলাকাজুড়ে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার মোল্লাপাড়া এলাকা থেকে ২৮ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে। ঘোনা বিওপির দল নাপিতঘাটা এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ জব্দ করে। কুশখালী বিওপির টহল দল শ্বশানঘাট নামক স্থান থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে।
অন্যদিকে কাকডাঙ্গা বিওপির দুইটি পৃথক দল গেরাখালি ও কাকডাঙ্গা বলফিল্ড মোড় এলাকা থেকে ১ লাখ ২২ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করে। মাদরা বিওপির দল আমবাগান ও রাজপুর এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় শাড়ি ও ঔষধ উদ্ধার করে। চান্দুরিয়া বিওপির দল গোয়ালপাড়া বরই বাগান এলাকা থেকে ২১ হাজার টাকার ভারতীয় শাড়ি আটক করে।
এছাড়াও সুলতানপুর বিওপির বিশেষ দল কাঠালবাগান এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।
সব মিলিয়ে মোট ৪,৫১,৫০০ (চার লক্ষ একান্ন হাজার পাঁচশত) টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানী পণ্য ও ঔষধ জব্দ করা হয়েছে।
বিজিবির দায়িত্বশীল সূত্র জানায়, উদ্ধারকৃত মালামাল যথাযথ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

