অপরাধআইন আদালতকালিগঞ্জতালাসাতক্ষীরা জেলাস্বাস্থ্য

কালিগঞ্জে হযরত আলী ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল-কে ১ লাখ টাকা জরিমানা

মাসুদ পারভেজ/তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলায় স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে এবং চিকিৎসা প্রতারণার অভিযোগে এক বেসরকারি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে ‘হযরত আলী ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার সিরাজুল ইসলামকে তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন ওই হাসপাতালটিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে আলোচিত এ হাসপাতালটিতে মাত্র একজন চিকিৎসক ও একজন আয়া নিয়েই চিকিৎসাসেবা চালানো হচ্ছিল। এ নিয়ে এলাকায় নানা অভিযোগ ছিল, যা আরও ঘনীভূত হয় মো. ফজলুর রহমান নামের এক ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর। অভিযোগে বলা হয়, ফজলুর রহমান অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে স্থানীয় গ্রাম ডাক্তার আবু মুসার পরামর্শে ওই হাসপাতালে ভর্তি হন এবং সেখানে বিভিন্ন পরীক্ষা করান।

তাঁর অভিযোগ, আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে চিকিৎসকের স্বাক্ষর থাকলেও রিপোর্টে অস্বাভাবিক ও অযৌক্তিক তথ্য উল্লেখ ছিল—একজন পুরুষ রোগীর রিপোর্টে জরায়ুর সমস্যা বর্ণনা করা হয়, যা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হয়। বিষয়টি নিয়ে অন্য চিকিৎসকদের পরামর্শ নিলে ফজলুর রহমান বুঝতে পারেন, রিপোর্টটি জাল এবং চিকিৎসকের স্বাক্ষরও নকল করা হয়েছে।

ফজলুর রহমান বলেন, ল্যাব সহকারীরা চিকিৎসকের স্বাক্ষর জাল করে একটি মনগড়া রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টের ভিত্তিতে ভুল চিকিৎসা নেওয়ার ফলে আমার শারীরিক অবস্থা আরও অবনতি হয়।

এই অভিযোগের পরপরই তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা সিভিল সার্জনের কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য নিয়ে এ ধরনের প্রতারণা কোনভাবেই সহ্য করা হবে না। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *