সুন্দরবনে কাঁকড়া আহরণে গিয়ে জেলের মৃত্যু
মোঃ ইসমাইল হোসেন, শ্যামনগর: পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন ফ্রিঙ্গী নদীর কুকুমারী খালে কাঁকড়া আহরণে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হয়ে খলিল মোল্লা (৬০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ১০ টার দিকে তার মৃত্যু হয় হয়েছে বলে জানান তার পরিবারের সদস্যরা।
মৃত জেলে খলিল মোল্লা শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের ,মৃত আক্কাস মোল্লার ছেলে। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণ করে জীবিকা নির্বাহ করে আসছেন।
জানা যায়, গত শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে বনবিভাগের কদমতলা স্টেশন থেকে পাস নিয়ে খলিল মোল্লা, আলামিন মোড়ল ও নূর হোসেন কাঁকড়া ধরার জন্য ফ্রিঙ্গী নদীর কুকুমারী খালে প্রবেশ করেন। রবিবার রাতের দিকে হঠাৎ অসুস্থ হয়ে খলিল মোল্লা মৃত্যুবরণ করেন। পরে অন্য জেলেদের সহযোগিতায় তার লাশ সোমবার ভোর ৪ টার দিকে হরিনগর এলাকায় নেওয়া হয়। সেখান থেকে তার পরিবার লাশ নিয়ে বাড়িতে পৌঁছায়। সোমবার মাগরিব বাদ জানাযার শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
তার সঙ্গী আলামিন মোড়ল জানান, জাল বেয়ে মাছ ধরে রান্না করে খেয়ে আমরা শুয়ে পড়ি। আর খলিল চাচা বসে টচলাইটে ব্যাটারি লাগাচ্ছিলো। হটাৎ আমার পিঠে থাবা মোতন মারে তখন আমি উঠে দেখি চাচা ছটফট করছে। সাথে সাথে আমি নূর হোসেন চাচাকে ডেকে চাচাকে ধরে বসাই তারপরেই চাচা মারা যায়।
পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ সহকারি এ বি এম হাবিবুল ইসলাম জেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

