সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য বিনোদন সন্ধ্যা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের মানসিক প্রশান্তি, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে এক মনোমুগ্ধকর বিনোদন সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাতে জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেড প্রাঙ্গণে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোকবুল হোসেন, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরা এবং ডা. রোকেয়া আখতার, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরা।
বিনোদন সন্ধ্যায় বিভিন্ন জেলার গুণী শিল্পীবৃন্দ সঙ্গীত, নৃত্য, গম্ভীরা ও কৌতুকসহ মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, সদস্যবৃন্দ, তাঁদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথি ও সুধীবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন, যা পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে বিশেষ ভূমিকা রাখে।

