অনলাইনকালিগঞ্জতালাসাতক্ষীরা জেলাসারাবাংলাস্বাস্থ্য

কালিগঞ্জে গ্রামীণ চক্ষু চিকিৎসা হাসপাতালের উদ্বোধন

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সুলভ মূল্যে মানসম্পন্ন চক্ষু চিকিৎসা সেবা পৌঁছে দিতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে গ্রামীণ চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্র হাসপাতাল।

রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় থানা রোডস্থ ইসলামী ব্যাংকের সামনে এম. এম. প্যালেসে এই হাসপাতালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এই প্রকল্পটি আউমুন্ড ফাউন্ডেশন-এর অর্থায়নে এবং অরবিস ইন্টারন্যাশনাল ও এর অংশীদারদের বাস্তবায়নে পরিচালিত হচ্ছে। উদ্বোধনী দিনে উপস্থিত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের মাধ্যমে সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. অতিশ কুমার বাঁচাড় এবং সার্বিক সঞ্চালনা করেন সাতক্ষীরা গ্রামীণ চক্ষু হাসপাতালের ম্যানেজার মোঃ মোর্ত্তজা আলী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রামীণ গ্রুপের হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. আশরাফুল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক শামসুল হক এবং মহা ব্যবস্থাপক মাইনুল হাসান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডা. মুনির আহমেদ, কান্ট্রি ডিরেক্টর (দেশীয় পরিচালক), অরবিস ইন্টারন্যাশনাল।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মোঃ বুলবুল কবীর, কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক সিরাজুল কবীর, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাজী আল মামুন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এম. আহাম্মদ উল্ল্যাহ বাচ্চু প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক ফজলুল হক, শিমুল হোসেন, মোঃ শের আলী, মোস্তাক আহমেদ, কালিগঞ্জ মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ফরহাদ হোসেনসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী দিনে শত শত সাধারণ মানুষ চক্ষু সেবা গ্রহণ করতে হাসপাতাল প্রাঙ্গণে ভিড় জমায়।

জানা গেছে, এখানে মাত্র ৫০ টাকায় নিবন্ধন ফি প্রদানের মাধ্যমে নিয়মিত চক্ষু সেবা গ্রহণ করা যাবে। গ্রামীণ চক্ষু চিকিৎসা সেবা কেন্দ্রটি স্থাপনের ফলে কালিগঞ্জসহ আশপাশ এলাকার মানুষ এখন থেকে সুলভ মূল্যে মানসম্মত চোখের চিকিৎসা পাবে, যা এলাকায় স্বাস্থ্যসেবার এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *