তালারাজনীতিশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে জামায়াতের বুথ ভিত্তিক এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত

জি এম আব্দুল কাদের, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে আগামী ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী শ্যামনগর শাখার উদ্যোগে বুথ ভিত্তিক এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফার সঞ্চলনায় প্রধান অতিথির বক্তৃতা দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি  মাওলানা অজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা দেন সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জামায়াত মনোনীত উপজেলা জামাযাতের নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন আহমেদ, সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুল মজিদ, সাবেক উপজেলা আমীর আব্দুল জলিল, উপজেলা জামায়াত সহকারী সেক্রেটারি মো: রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, জামায়াত নেতা আব্দুল হামিদ, মো: মহসিন আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *